
অনলাইন ডেস্কঃ
জেলা বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রাক্তন সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি বলেছেন, “আসন্ন নির্বাচনে বিএনপি যাকে প্রার্থী ঘোষণা করবে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত মতামত ও ভেদাভেদ ভুলে দলের ঐক্য রক্ষা করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বিএনপি’র ৩১ দফা।”
শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘টানা ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা খুন-গুম ও রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে একটি গুপ্ত সংগঠন নানা ষড়যন্ত্র করছে। তাই জনগণের কাছে যেতে হবে সব শক্তিকে নিয়ে, তবে যারা অতীতে বিএনপি তথা জনগণের ওপর জুলুম-নির্যাতন করেছে—তাদের যেনো কেউ বিএনপি’র ভেতরে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’
অনুষ্ঠানে জেলা বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক টিমের এসএম রফিকুল ইসলাম ও রাজু আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজল, চৌধুরী কাওসার আলী, আব্দুস সালাম মল্লিক, ডা. গাজী আব্দুল মজিদ, হাফিজুর রহমান, মোল্লা সাইফুর রহমান, এমএ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আশরাফুল ইসলাম নূর, আবুল বাসার, আবু সাঈদ শেখ, বিকাশ মিত্র, আনোয়ার হোসেন, চৌধুরী ফখরুল ইসলাম বুলু, হাবিবুর রহমান, সরোয়ার হোসেন, মনির হাসান টিটো, শাকিল আহমেদ দিলু, মো. আল আমীন সানা, আব্দুল মালেক, খন্দকার ফারুক হোসেন, জাভেদ মল্লিক, পারভেজ ভূইয়া, নাসির শেখ, তৌফিকুর রহমান, মাহাবুবুর রহমান, মান্নান খান, মশিউর রহমান বিপ্লব, মনিরুল হক মোল্যা, জিএম হারুন অর রশীদ, আতাউর রহমান রনু, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, আব্দুল্লাহহেল কাফী সখা, কবির হোসেন, শেখ হেমায়েত হোসেন, আজিজুল ইসলাম, সেতারা সুলতানা, মাওলানা ফারুক হোসেন, মাহমুদ আলম লোটাস, আবুল কাশেম প্রমুখ।