
অনলাইন ডেস্কঃ
৩০০ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই গেজেট প্রকাশ করে ইসি।
সীমানা পুনঃনির্ধারণে গাজীপুরে একটি আসন বেড়েছে এবং বাগেরহাটে একটি আসন কমেছে। গাজীপুরে নতুন সংসদীয় আসন গাজীপুর-৬। আর বাগেরহাট-৪ আসনটি বাদ দেয়া হয়েছে। সেই আসনে থাকা মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলা বাগেরহাট-৩ আসনের সঙ্গে যোগ করা হয়েছে।
সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের চূড়ান্ত গেজেট:
১.চূড়ান্ত-তালিকা-প্রজ্ঞাপন-০৪_09_2025_ano-1-1 (2)
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের সীমানা নির্ধারণে ইসির একটি বিশেষায়িত কমিটি কাজ করে। গত ৩০ জুলাই সংসদীয় আসনগুলোর সীমানার খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। আজ চূড়ান্ত গেজেট প্রকাশ করলো ইসি।