
অনলাইন ডেস্কঃ
নির্বাচন পিছিয়ে দিতে অস্বাভাবিক প্রক্রিয়াতে দেশ পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। মাজারে হামলাসহ চলমান ঘটনা কোনো বিচ্ছিন্ন কিছু নয়। এ ধরনের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত বলেও মত তার।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের নুরুল হক নুরকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
শঙ্কা প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, নির্বাচন সামনে রেখে রাজবাড়ীর মতো বিচ্ছিন্ন ঘটনা আরও ঘটতে পারে। এছাড়া নুরকে এখনও বিদেশ না পাঠানোর সমালোচনাও করেন তিনি।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, চিকিৎসার জন্য নুরুল হক নুরকে এখনও বিদেশে না পাঠানো সন্তোষজনক কোনও ঘটনা নয়। তার ওপর হামলা উদ্দেশ্যপ্রণোদিত, এ ঘটনায় সুষ্ঠু বিচার হওয়া উচিত বলেও জানান মির্জা আব্বাস।