
অনলাইন ডেস্কঃ
রাজধানীর মিরপুরে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১ নম্বর পাইকপাড়া স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- পাবনা জেলার সুজানগর উপজেলার পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, চট্রগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা আল নোমান সাঈফ, চট্টগ্রাম জেলা যুবলীগের সক্রিয় কর্মী মো. জুলহাস, ইমন হোসেন খান মানিক, আওয়ামী লীগের সক্রিয় কর্মী সাগর হোসেন ও ওহিদুল ইসলাম সুমন।
মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মিরপুর ২ নম্বর হার্ট ফাউন্ডেশনের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ৩০-৪০ জন সদস্য মুখে মাস্ক পরে মিরপুর ১ নম্বর পাইকপাড়া স্টাফ কোয়ার্টারের সামনে জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
দুপুর পৌনে ৩টার দিকে মিছিলকারীদের ধাওয়া দিলে তারা স্লোগান দিতে দিতে পালিয়া যাওয়ার চেষ্টা করে। এ সময় ৬ জনকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে এজাহারনামীয় ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমার থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলবে না।