
অনলাইন ডেস্কঃ
৭২ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্তত ছয়টি দেশে সন্ত্রাসী হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এরমধ্যে গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ঘাতক বাহিনী। তাদের দাবি, হামাস নেতাদের এক বৈঠককে নিশানা করে বিমান হামলা চালানো আর এই হামলায় অন্তত ছয়জন নিহত হন। লেবাননেও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা করেছে ইসরাইল। এছাড়া তিউনিসিয়ার উপকূলে গাজা ত্রাণবহরেও হামলা চালায় দখলদার সেনারা।
গত সোমবার থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ১৫০ জন নিহত ও ৫৪০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। সোমবার নিহত হন ৬৭ জন এবং হাসপাতালে ভর্তি হন ৩২০ জন। এর মধ্যে ১৪ জন ত্রাণসহায়তা নিতে গিয়ে নিহত হন। অনাহারে মারা যান আরও ছয়জন, যাদের মধ্যে দুই শিশুও ছিলো। বেপরোয়া ইসরাইলি বাহিনী গাজা নগরীতে টাওয়ার ভবন ধ্বংস, অবকাঠামো নষ্ট ও মানুষকে ঘরছাড়া করছে। ফলে অনেকেই কোথাও আশ্রয় পাচ্ছেন না।
এদিকে গেলো ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইল যে ছয় দেশে হামলা চালিয়েছে সে দেশগুলো হলো- লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেন।
লেবানন
গত নভেম্বরে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল হামলা চালিয়েছে লেবাননে। সোমবার স্থানীয় সময় বেলা একটায় ইসরাইলি যুদ্ধবিমান লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা ও হারমেল এলাকায় হামলা চালায়। এতে অন্তত পাঁচজন নিহত হন।
সিরিয়া
সোমবার গভীর রাতে ইসরাইলি যুদ্ধবিমান সিরিয়ার হোমসের বিমানঘাঁটি ও লাতাকিয়ার কাছে একটি সেনাক্যাম্পে হামলা চালায়।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি এই হামলাকে দেশটির সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন ও নিরাপত্তার জন্য হুমকি বলে নিন্দা জানিয়েছে।
তিউনিসিয়া
সোমবার রাতে তিউনিসিয়ার উপকূলে গাজা ত্রাণবহরে হামলা চালায় ইসরাইল। তিউনিসিয়ার সিদি বউ সাইদ বন্দরে দাঁড়ানো অবস্থায় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’–এর প্রধান জাহাজ ফ্যামিলি বোটে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়। এতে জাহাজে আগুন ধরে গেলেও বেচে যান ছয় যাত্রী ।
মঙ্গলবার রাতে একইভাবে তিউনিসিয়ার জলসীমায় যুক্তরাজ্যের পতাকাবাহী আলমা নামের আরেকটি জাহাজে ড্রোন হামলা চালায় ইসরাইল।
কাতার
এদিকে প্রথমবারের মতো কাতারে হামলা চালিয়েছে ইসরাইল। দখলদার রাষ্ট্রটির দাবি, তারা ওয়েস্ট বে লাগুন এলাকায় হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের অনুরোধে হামাস নেতারা কাতারে অবস্থান করছেন। এখানেই যুক্তরাষ্ট্রের সেন্টকম নামের আঞ্চলিক সামরিক ঘাঁটি রয়েছে, যা হামলার স্থান থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে।
ইয়েমেন
এছাড়া বুধবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে ইসরাইল দাবি করেছে। হামলায় সানা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়।