
অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল বলেছেন, অবহেলিত বটিয়াঘাটা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এ এলাকার কৃষি পণ্য বিদেশে রপ্তানীর উদ্যোগ গ্রহণ করা হবে। এলাকার মানুষের উচ্চ শিক্ষা ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
শুক্রবার বিকেলে বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ,মনিরুজ্জামান লেনিন, রফিকুল ইসলাম,
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো,গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক অলিয়ার রহমান,সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন,সাবেক সদস্য সচিব এরশাদ শেখ,বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইমরান আহম্মেদ,সদস্য সচিব পলাশ মহলদার,আমিরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জসিমউদ্দিন,সদস্য সচিব আসাদুজ্জামান,যুবদল নেতা সোহেল পারভেজ প্রমূখ।
সভা শেষে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন করা হয়।