
অনলাইন ডেস্কঃ
খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মোঃ হাবিব শেখ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর পুরাতন রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহত যুবক শেখপাড়া লোহাপট্টি এলাকার বাসিন্দা রাজা শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, রেলস্টেশনের আশপাশে লোহা ও তামা চুরি হয়। সেই চোরাই লোহা-তামা খুলনা রেলওয়ে পুলিশের কাছে ওই যুবক ধরিয়ে দেয় এবং কয়েকজন চোরের নামও পুলিশকে জানিয়ে দেয়। বৃহস্পতিবার সকালে চুরির বিষয়ে ওই চোরদের সাথে তর্ক-বিতর্কও হয়। তার জের ধরে তারা হাবিব শেখকে ধারালো চাপাতি দিয়ে বাম হাঁটু, ডান হাঁটু, মাথার ডান পাশে, বাম হাতের কব্জিতে কুপিয়ে জখম করে এবং ডান পায়ের গোড়ালি কেটে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত যুবক এবং যারা হামলা করেছে তারা একসাথে চলা ফেরা করত। তারা রেলের বিভিন্ন জিনিস চুরি করত। চুরির একটি বিষয় নিয়ে তাদের মধ্যে মনমালিন্য হয় এবং যার কারণে অপর দুইজন তাকে কুপিয়ে জখম করে। এ হামলার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।