
স্পোর্টস ডেস্কঃ ৬ বলে ৫ রান দরকার। দাসুন শানাকার করা শেষ ওভারের প্রথম বলে ৪ মেরে ব্যবধানটাকে ১ রানে নামিয়ে আনলেন জাকের আলী। কিন্তু সেই ১ রান করতে আরও ৪ বল খেলতে হলো বাংলাদেশকে, হারাল আরও ২ উইকেট। তবে সমর্থকদের নিরাশ করেননি নাসুম আহমেদ। পঞ্চম বলটি ব্যাটে লাগিয়েই দিলেন ভোঁ দৌড়। তাতেই শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু করল বাংলাদেশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তুর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৩ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৬৪ রান করেছেন দাসুন শানাকা। লক্ষ্য তাড়ায় ওপেনার সাইফ হাসান ও মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের জোড়া ফিফটিতে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১ রানের মাথায় ওপেনার তানজিদ হাসান তামিম কোনো রান না করেই বিদায় নেন। পরবর্তীতে সাময়িক সেই চাপ সামলে নেন সাইফ হাসান এবং লিটন দাস। একসময় ৫০ রানের জুটিও পার করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬০ রানে লিটন ফিরে যান ব্যক্তিগত ২৩ রান করে।
এরপর সাইফ একাই চার ছক্কার ইনিংস খেলতে থাকেন, তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয়। একসময় সাইফ তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। তখন ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছিলেন হৃদয়। এরপর ৪৫ বলে ৬১ রান করে বিদায় নেন সাইফ।
বিস্তারিত আসছে…