
অনলাইন ডেস্কঃ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্থানীয় সময় আজ শুক্রবার লন্ডনের দ্য ক্লিনিক হসপিটাল থেকে বাসায় ফিরতে পারেন।
যুক্তরাজ্যের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা) দ্য ক্লিনিকের সামনে সংবাদকর্মীদের কাছে দেওয়া এক ব্রিফিংয়ে এমন কথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তাঁর বয়স ও স্বাস্থ্যের ওপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে ওষুধের মাধ্যমে যে চিকিৎসাপদ্ধতি চলছে, সে ব্যাপারে লন্ডনের দ্য ক্লিনিক ও যুক্তরাষ্ট্রের জনস হপকিনস মেডিকেল কলেজের চিকিৎসকেরা একমত হয়েছেন।
গতকাল লন্ডনের কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়াকে দেখে গেছেন বলে জানান চিকিৎসক জাহিদ হোসেন। চিকিৎসকেরা দুটি পরীক্ষা করতে দিয়েছেন। আজ এই পরীক্ষাগুলোর ফলাফল এলে সন্ধ্যায় খালেদা জিয়া হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় চলে যেতে পারেন।
চিকিৎসক জাহিদ হোসেন আরও জানান, ‘খালেদা জিয়ার বড় ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে তিনি প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন।’
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিককে গতকাল রাত ১০টা নাগাদ দ্য ক্লিনিক থেকে কয়েকটি মালপত্র ও ব্যবহার্য জিনিসপত্র গাড়িতে ওঠাতে দেখা গেছে।
৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন। ওই দিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে সেখানকার বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ‘দ্য ক্লিনিক’–এ নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন।