
অনলাইন ডেস্কঃ
দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের শেষ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। দুদল আগেই সেমিতে উঠে গেলেও এ ম্যাচটির গুরুত্ব রয়েছে। আজ যারা জিতবে সেমিতে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া, হারলে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।
নিউজিল্যান্ড একাদশে একটি পরিবর্তন এসেছে। ওপেনার ডেভন কনওয়ের বদলে সুযোগ পেয়েছেন ড্যারেল মিচেল। অন্যদিকে ভারতের একাদশেও পরিবর্তন একটি। হার্শিত রানার বদলে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী।
২০০৮ সালে অভিষেক হওয়া কোহলির এটা ৩০০তম ওয়ানডে। ১০০ ম্যাচে হারার বিপরীতে ১৮৪টি জিতেছেন তিনি। এই ফরম্যাটে তার চেয়ে বেশি জয় আছে আরও ১৪ জনের। ২৬২ জয় নিয়ে সবার শীর্ষে রিকি পন্টিং।
নিউজিল্যান্ড একাদশ
উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইলিয়াম ও’রোরকে।
ভারত একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।