
অনলাইন ডেস্কঃ
নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য গঠনের কাজ শেষ করতে জাতীয় ঐকমত্য কমিশন দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। জাতীয় সংসদের ঐকমত্য কমিশনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ইইউ রাষ্ট্রদূতকে অবহিত করেন। এ সময় মাইকেল মিলার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে আলী রিয়াজ বলেন, বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে। এ ছাড়া ইইউ রাষ্ট্রদূত জাতীয় ঐকমত্য কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।