
অনলাইন ডেস্কঃ
ইসরায়েলের লাগাতার হামলার মধ্যেই মার্কিন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সোমবার (৭ এপ্রিল) লেবাননে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। খবর আরব নিউজের।
এ সময় যুক্তরাষ্ট্র থেকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের একটি বার্তা পেয়েছে লেবাননের সরকার। ওয়াশিংটন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছে। এ জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও পেয়েছে বৈরুত।
এডওয়ার্ড গ্যাব্রিয়েলের নেতৃত্বে লেবাননে আমেরিকান টাস্ক ফোর্সের একটি প্রতিনিধি দল আউনকে এই বার্তা পৌঁছে দেয়।
সাক্ষাতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন পাঁচটি সীমান্ত পয়েন্ট থেকে ইসরায়েলকে প্রত্যাহারের জন্য চাপ দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, চলমান সেনা উপস্থিতি পরিস্থিতিকে জটিল করে তুলছে। লেবাননের রাষ্ট্রের কাঠামোর বাইরে কোনো অস্ত্র বা সশস্ত্র গোষ্ঠীর স্থান নেই।
আউন আরও বলেন, যোগাযোগ ও সংলাপের মাধ্যমে সমস্যাটির সমাধান করা দরকার কারণ শেষ পর্যন্ত হিজবুল্লাহ লেবাননের একটি অংশ। তিনি জানান, কর্তৃপক্ষ শীঘ্রই একটি জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়ন শুরু করবে। আউন আরও বলেছেন, ‘ পাঁচটি পাহাড়ের দখলে ইসরায়েলের অব্যাহত উপস্থিতি লেবাননের জন্য উপকারী হবে না এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
তিনি আমেরিকান প্রতিনিধি দলের কাছে জোর দিয়ে বলেন, লেবাননের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি হলো সংস্কার এবং অস্ত্র নিরস্ত্রীকরণ। আমরা এই লক্ষ্যগুলোর দিকে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং বিশ্বাস তৈরি করার মতো পদক্ষেপ আমরা ইতোমধ্যেই শুরু করেছি।
এ ছাড়া মার্কিন প্রতিনিধি গ্যাব্রিয়েল লেবানিজ সেনাবাহিনীর প্রচেষ্টার উল্লেখযোগ্য অবদান এবং প্রেসিডেন্টের প্রশংসনীয় কাজের বিষয়ে কথা বলেছেন।
তিনি বলেন, আমি বুঝতে পেরেছি যে এতে আপনার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এখনও অনেক কাজ রয়েছে যা সম্পূর্ণ করা দরকার, যেগুলো সম্পর্কে আমাদের সচেতন করা হয়েছে। যত তাড়াতাড়ি এগুলো সম্পন্ন করা হবে, তত দ্রুত আমরা আপনাকে সহায়তা করতে পারব। গ্যাব্রিয়েল প্রকাশ করেছেন আসন্ন বছরের জন্য কংগ্রেসে একটি তহবিল বিল প্রস্তুত করা হচ্ছে।
গত সপ্তাহান্তে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ডেপুটি দূত মরগান ওর্টাগাসের লেবাননে সফরের ফলাফল নিয়ে আলোচনা করতে আউন সোমবার পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গেও দেখা করেন।
এদিকে আরব নিউজ জানিয়েছে, দক্ষিণ লেবাননে সোমবার ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর আর্টিলারি সিস্টেমের একজন কমান্ডারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রেই দাবি করেন, টার্গেট করা ব্যক্তিরা হিজবুল্লাহর সদস্য যারা দক্ষিণ লেবাননের জেবকিন এলাকায় একটি ইঞ্জিনিয়ারিং গাড়িতে কাজ করেছিল এবং হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত অবকাঠামো পুনর্গঠনের চেষ্টা করেছিল।
আক্রমণটি একটি ইসরায়েলি ড্রোন দ্বারা পরিচালিত হয়েছিল যা সীমান্ত শহর তাইবেহের একটি মোটরসাইকেল মেরামতের দোকানকে লক্ষ্য করে করা হয়। হিজবুল্লাহ পরে নিহত ব্যক্তিকে মোহাম্মদ আদনান মনসুর হিসেবে শনাক্ত করে।