
অনলাইন ডেস্ক:
খুলনা মহানগর মহিলা দলের আহবায়ক সৈয়দ নার্গিস আলী বলেছেন, তারেক রহমানের ৩১ দফার মধ্যেই জাতির মুক্তির সনদ রয়েছে। তিনি বলেন, দেশের গনতন্ত্রকামী মানুষের মুক্তির জন্য বিএনপি রাজপথে আন্দোলন করে আসছে। ভোটাধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত বিএনপি ঘরে ফিরবে না। তিনি অবিলম্বে জাতীয় নির্বাচন দাবি করে বলেন, ডক্টর ইউনুস সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে।
সৈয়দা নার্গিস আলী আজ নগরীতে ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এই কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মাদ আলি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, মহিলা দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি একরামুল হক মিন্টু, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মনির, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হায়দার আলী তরফদার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। সভায় মহানগর মহিলা দলের আহবায়ক কমিটির সবাই উপস্থিত ছিলেন।