
অনলাইন ডেস্কঃ
সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম সিলেট মহানগর সমন্বয় কমিটি। নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই হত্যাযজ্ঞের বিচার, হেফাজত নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বাদ জুমা নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
এতে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা মজদুদ্দীন আহমদ। এ সময় হেফাজত নেতা মাওলানা আবদুল মালিক চৌধুরী, মাওলানা এমরান আলম ও মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা সামিউর রহমান মুছা, মাওলানা গাজী রহমতুল্লাহ ও হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান প্রমুখ।