
অনলাইন ডেস্কঃ
শরীয়তপুরের জাজিরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সোনাবান বিবিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী করিম মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।
এর আগে, সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বড় গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বড় গোপালপুর এলাকার করিম মুন্সী ও সোনাবান বিবির দীর্ঘ ৫০ বছরের সংসার। তাদের সংসারে দুটি ছেলে সন্তান ছিল। এক বছর আগে ওই দুই সন্তান পরপর রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে স্বামী-স্ত্রী দুজনেই মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার রাতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হলে স্ত্রী সোনাবান বিবিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে স্বামী করিম মুন্সীর বিরুদ্ধে।
বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক স্বামীকে আটক করে জাজিরা থানা পুলিশ।
জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।