
বিশেষ প্রতিনিধি:
খুলনা জেলা বিএনপির সাবেক সভাপতি আমির এজাজ খানকে দলীয় শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগ এনে শোকজ করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এমনটি আভাস দিয়েছেন দলের নেতারা। সোমবার দলের এক প্রোগ্রামে যাবার সময়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ও ভাড়া না দেয়াকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। এক পর্যায়ে রুপসা টোল প্লাজা ভাংচুর হয়। এমন ভাংচুরের ছবি- ভিডিও রাতের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ঘটনাটি এই মুহুর্তে টক অব দ্য খুলনা।
এজাজ এর আগে দুইবার খুলনা- ১ আসনে এমপি প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন। সর্বশেষ এজাজ একই আসনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এজাজ মাঠে আছেন।
সূত্র বলছে, রুপসা টোল প্লাজা ভাঙার ঘটনা রাতের মধ্যেই ছবি- ফেসবুকে প্রকাশিত ঘটনা সড়ক ও জনপথ বিভাগের খুলনার এক ঊর্ধ্বতন কর্মকর্তা খুলনা বিএনপির প্রভাবশালী এক নেতাকে বিষয়টা অভিযোগ আকারে জানান। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ৫ই আগস্ট যে ঘটনা খুলনায় ঘটেনি, নয় মাসে এসে সেই ভাংচুরের ঘটনা খুলনায় ঘটলো।
জানা গেছে, রাতের মধ্যেই রুপসা টোলপ্লাজা ভাঙ্গার ঘটনা, তথ্য-উপাত্ত দলের স্থানীয় অভিভাবকদের জানানো হয়। একই সাথে অভিযোগের সামারি দলের যুগ্ম মহাসচিব রিজভি আহমদ বরাবর পাঠানো হয়েছে। সূত্র আরো বলছে, রাতের মধ্যেই অভিযোগ লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর জানানো হয়েছে।
জানা গেছে, লন্ডন থেকে সিগনাল মিললেই আমির এজাজ খানকে শোকজ করা হবে এবং সেটা দুই একের মধ্যেই। এই ব্যাপারে দলের জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মন্টুকে দফায় দফায় ফোন দিলেও ব্যস্ততার অজুহাতে ফোনে কথা বলতে রাজি হন নি। সোমবার মধ্য রাতে আমির আজিজ খান এই প্রতিবেদককে বলেছেন, যে কোন কারণেই হোক, দুই পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, যেটি কাম্য ছিলো না। ভুল বুঝাবুঝি অবসানে তিনি (আমির এজাজ খান) কাজ করছেন।