
অনলাইন ডেস্কঃ
ইরানে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা। এই হামলাকে রিপাবলিকানরা সাধুবাদ জানালেও ক্ষোভ ঝেড়েছেন ডেমোক্রেটরা।
কংগ্রেসের ডেমোক্র্যাটিক সদস্য সারা জ্যাকবস বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হামলা শুধু অসাংবিধানিকই নয়, এই উত্তেজনা যুক্তরাষ্ট্রকে আরেকটি অন্তহীন এবং মারাত্মক যুদ্ধে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, এটি সঠিক সিদ্ধান্ত ছিল। আমাদের বিশ্বের সেরা বিমান বাহিনী রয়েছে। যা আমাকে খুব গর্বিত করে।
ডেমোক্র্যাটিক পার্টির রো খান্না বলেন, ট্রাম্প কংগ্রেসের কোনও অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালিয়েছে। মার্কিন কংগ্রেসকে অবিলম্বে একটি বিলের উপর ভোটাভুটির আহ্বান জানাতে হবে। যা কংগ্রেসকে যুদ্ধ ঘোষণার একচেটিয়া অধিকার দেবে।
এদিকে, ইরানের ওপর ট্রাম্পের হামলাকে ‘চরম অসাংবিধানিক’ বলে নিন্দা করেছেন ডেমোক্র্যাট দলীয় আরেক মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। রোববার দেশটির তুলসা শহরের এই বক্তব্য দেয়ার সময় সামনে থাকা জনতা ক্ষোভে ফেটে পড়ে। চিৎকার করে তাদেরকে বলতে শোনা গেছে, ‘আর যুদ্ধ নয়’।
তাদের সাথে একমত পোষণ করে স্যান্ডার্স বলেন, আপনাদের সাথে আমিও একমত। যে খবরটি আমরা শুনেছি তা কেবল উদ্বেগজনকই নয়, আপনারা সকলেই শুনেছেন, এটি অত্যন্ত অসাংবিধানিক।
রিপাবলিকানদের দাবি, ইরানকে যথেষ্ট সুযোগ দেয়ার পরও চুক্তির পথে পা বাড়ায়নি দেশটি। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় অর্থদাতা হিসেবে তেহরানকে আখ্যা দেন রিপাবলিকান আইন প্রণেতারা।