
অনলাইন ডেস্কঃ
গোপালগঞ্জ থেকে গাড়ি বহর নিয়ে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭ টায় গাড়িবহর নিয়ে তারা খুলনা প্রবেশ করেন।
এর মধ্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, তাসনিম জারা খুলনা সার্কিট হাউজে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসানাত আবদুল্লাহ, সারজিস আলমসহ অন্য কেন্দ্রীয় নেতারা একটি হোটেলে অবস্থান করছেন।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন জানান, রাত সাড়ে নয়টার দিকে খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিং করা হবে। কেন্দ্রীয় নেতারা রাতে খুলনায় থাকবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।