
স্পোর্টস ডেস্কঃ
এশিয়ান সফরে জাপানের ভিসেল কোবের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বার্সেলোনার। তবে চুক্তি লঙ্ঘনের কারণে সেটি বাতিল করেছে স্প্যানিশ ক্লাবটি। ঠিক একই অভিযোগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটিও বাতিল হতে পারে!
প্রাক মৌসুমে আগামী রোববার জে-লিগের ক্লাব ভিসেলের সঙ্গে ম্যাচ ছিল। এশিয়া সফরে ৩১ জুলাই কোরিয়ার ক্লাব এফসি সিউল ও ৪ আগস্ট দায়েগু এফসির বিপক্ষে ম্যাচ খেলার কথা আছে। তবে ওই দুটি ম্যাচ গড়ানো নিয়েও শঙ্কা।
কাতালানের ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বার্সেলোনা ঘোষনা দিচ্ছে আগামী রোববার জাপানে যে ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল, তা প্রমোটরের পক্ষ থেকে গুরুতর চুক্তি লঙ্ঘনের কারণে বাতিল করা হলো। বার্সেলোনা এই ঘটনার জন্য এবং জাপানের অসংখ্য বার্সা ভক্তের উপর এর প্রভাবের জন্য অনুতপ্ত।’
ক্যারিয়ারের শেষ প্রান্তে বার্সেলোনার স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ভিসেল কোবেতে খেলেছেন। বার্সার অভিযোগের পর এক বিবৃতিতে ভিসেল কোবে জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে।
বার্সার সফরের প্রমোটর সিউল ভিত্তিক প্রতিষ্ঠান ডি-ড্রাইভ বলেছে দক্ষিণ কোরিয়ার ম্যাচের উপর এর কোন প্রভাব পড়বে না। তবে একই অভিযোগ এনে বার্সা ম্যাচ দুটি বাতিল করতে পারে বলে ধারণা করা হচ্ছে।