
অনলাইন ডেস্কঃ
টানা পাঁচ মাস বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র একাডেমিক কার্যক্রম মঙ্গলবার (২৯ জুলাই) থেকে শুরুর ব্যাপারে আশ্বস্ত করেছেন উপাচার্য।
আজ রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে নবাগত উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাকসুদ হেলালী বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সের সকল বিভাগের ভিপি ও সিআর’দের সাথে মতবিনিময়কালে শিক্ষার্থীদের এ আশ্বাস দেন বলে সভায় উপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়।
মতবিনিময় সভায় উপস্থিত ভিপি, সিআর’দের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘আমাদের কুয়েট একটি স্বনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানের সুনাম ও গৌরবের পেছনে রয়েছে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের অবদান এবং প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা। আমি শিক্ষার্থীদের উদ্বেগ ও হতাশা উপলব্ধি করছি। আপনাদের শিক্ষা জীবনের একটি মুহূর্তও যেন নষ্ট না হয়, সেটি আমাদেরও আন্তরিক চাওয়া। প্রশাসন সর্বদা চায় একটি শান্তিপূর্ণ ও সচল একাডেমিক পরিবেশ বজায় রাখতে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, যেকোনো সমস্যা সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছি, যাতে খুব দ্রুত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম শুরু করা যায়। আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ধরুন, আমাদের ওপর আস্থা রাখুন। আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। আমরা চাই কুয়েট হোক প্রযুক্তি, জ্ঞান ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল এক প্রতিষ্ঠান। এজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে’।
একাডেমির কার্যক্রম শুরুর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সাহিদুল ইসলাম খুলনা গেজেটকে বলেন, একাডেমিক কার্যক্রম শুরুর বিষয় নিয়ে আজ ভিসি স্যার আমাদের সঙ্গে মিটিং করবেন, ওই মিটিংয়ে ভিসি স্যার কি বলেন, সেটার উপর ডিপেন্ড করে আমরা সমিতির মিটিং করে সিদ্ধান্তের কথা আপনাদের জানাবো’।
সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য মঙ্গলবার (২৯ জুলাই) থেকে একাডেমিক কার্যক্রম শুরুর বিষয় নিয়ে শিক্ষক সমিতির সঙ্গে বিনিময় সভা করেছেন। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।