
অনলাইন ডেস্কঃ
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিগত পতিত হাসিনা সরকার দেশের শিল্প ধ্বংস করে এবং দমন-পীড়ন চালিয়ে ভারতকে খুশি করার রাজনীতি করছে। সরকারের অত্যাচারে বিএনপির ১০ হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা এবং সহস্রাধিক কর্মীকে গুম করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছেন। পতিত সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে “রূপসা ব্রিজ ভাঙার অভিযোগে আলামত হিসেবে একটি সাবান ও একটি ইটের টুকরা দিয়ে মামলা করেছিলেন, যা পুরোপুরি হাস্যকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খুলনার পাটশিল্প ধ্বংসের জন্য হাসিনা সরকারকে দায়ী করে বিএনপির এই নেতা বলেন, “খুলনার সমস্ত পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু দেশে পাটের উৎপাদন তো বন্ধ হয়নি। এই পাটকলগুলো আওয়ামী লীগের দালালদের কাছে লিজ দেওয়া হয়েছে, যারা কাঁচামাল ভারতে পাচার করে দেশের শিল্পকে ধ্বংস করছে এবং ভারতকে সুবিধা দিচ্ছে। ভারতের সাথে তাদের সম্পর্ক নাকি স্বামী-স্ত্রীর মতো। তাদের নতজানু পররাষ্ট্রনীতির মাধ্যমে দেশের স্বার্থ বিসর্জন দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ৭১ এর পরাজিত শক্তিরা দেশকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। নির্বাচন হলে তারা হয়তো ক্ষমতায় যেতে পারবে না-এমনটি ভেবে বিএনপি ঠেকানোর অংশ হিসেবে নানা ঘটনার পরিকল্পনা করছে। বর্তমান সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করা গেলে তাদের এক ধরনের কর্তৃত্ব থাকবে ভেবে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। অন্তর্বরতী সরকারের ‘প্রতিশ্রুতি’ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ‘ব্যাহত’ করতে গভীর ষড়যন্ত্র যেকোন মুলে প্রতিহত করতে হবে। আর সেজন্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষ ১৭ বছর পরে ভোট প্রদারে জন্য যখন মুখিয়ে আছে তখন ষড়যন্ত্রকারীরা আবারো ষড়যন্ত্র শুরু করেছে।
আড়ংঘাটা বাজার চত্বরে মতলুবুর রহমান মিতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শেখ সাদী, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, নুর ইসলাম বাচ্চু । বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাসেলুজ্জামান রাসেল, দ্বীন এলাহী, তরিকুল ইসলাম, গাজী হারুন অর রশীদ, রাজাউর রহমান প্রিন্স, আকসির হোসেন সাজু, একলাস মোড়ল,বাবু শেখ, জামাল শেখ, কাজী নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম স্বপন, অমল সরকার, ইলিয়াস হোসেন, জাকির হোসেন, গোলাম নবী, মহিদুল ইসলাম, এম এম জসিম, সালমা বেগম, মদিনা বেগম, আল আমিন রতন, আল আমিন লিটন, মিজানুর রহমান মৃদুল, হান্নান মোড়ল, নারায়ন মিশ্র, মানিক সরদার, এহসানুল ইসলাম শিথিল, হৃদয় বিশ্বাস, তারেক শেখ, হিমু শেখ, আয়শা বেগম, ফিরোজা বেগম, রোজী বেগম, রাজু আহমেদ প্রমূখ।