
অনলাইন ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (২৯ জুলাই)। আজ বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তফসিল ঘোষণা করা হবে।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, তফসিল ঘোষণার পর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
ডাকসু নির্বাচনের বিষয়ে গত ১০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল রুমে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বেশ কিছু পদক্ষেপ নেয়ার কথা জানায় নির্বাচন কমিশন।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হতে পারবে না, ভোটার তালিকায় ছবি ও কিউআর কোড থাকবে, গুজব রোধে কমিটি গঠন করা হবে, তফসিল ঘোষণার ৪৫ দিনের মধ্যে নির্বাচন আয়োজন এবং ভোটদান সংক্রান্ত টিউটোরিয়াল ভিডিও প্রকাশ ইত্যাদি।
এছাড়া, ডাকসু নির্বাচন কমিশন ভোটকেন্দ্র ৬ জায়গায় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো হলের বাইরেও থাকবে ভোটকেন্দ্র।