
অনলাইন ডেস্কঃ
রুপসায় ওয়ার্ড কমিটির ফর্ম ক্রয় করাকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচ জন আহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা জেলার রুপসা থানার যোগী হাটি কবিরের মোড়ে এই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রের ভাষ্য, রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের কবিরের মোড়ে বিএনপি’র অফিসের মধ্যে ওয়ার্ড কমিটির ফর্ম ক্রয় করাকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে মারামারি সংঘটিত হয়। প্রথম পক্ষ এলাকায় প্রভাবশালী হওয়ায় দ্বিতীয় পক্ষকে বেধড়ক মারধর করে। এতে করে প্রথম পক্ষের আহতরা হলেন- তোয়েব, মাসুদুর রহমান ও অয়ন শেখ।
অপর পক্ষের আহত ব্যক্তিরা হলেন – শামসুর রহমান ও মো. ধলামিয়া ।
আহতদের মধ্যে তোয়েবকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।