
অনলাইন ডেস্কঃ
খুলনার রূপসা উপজেলার ১ নম্বর আইচগাতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগ সভাপতি আশরাফুজ্জামান বাবুলকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ রোববার (৩ আগস্ট) দুপুরে মহানগরীর দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি)।
তিনি জানান, একটি বিশেষ মামলার ভিত্তিতে আশরাফুজ্জামান বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আশরাফুজ্জামান বাবুল, দেয়াড়া গ্রামের মৃত ইমলাক ঢালীর ছেলে।
উল্লেখ্য, আশরাফুজ্জামান বাবুল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং রূপসা অঞ্চলে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। বর্তমানে তিনি খুলনা মেট্রোপলিটন ডিবির হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।