
অনলাইন ডেস্কঃ
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে একাত্তরের যুদ্ধাপরাধে দণ্ডিত নেতাদের ছবির প্রদর্শনী করেছে ইসলামী ছাত্রশিবির। এর প্রতিবাদে সেখানে গিয়ে বিক্ষোভ করেন বামপন্থি বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছবিগুলো সরিয়ে নেয়।
‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক আয়োজনে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, কামরুজ্জামান চৌধুরী ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শনী করা হয়। এর প্রতিবাদে সেখানে হাজির হয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের বামপন্থি নেতাকর্মীরা। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী প্রক্টর রফিকুল ইসলাম। পরবর্তীতে ছবিগুলো সরিয়ে ফেলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে ছাত্র শিবিরকে জানিয়ে এবং তাদের সম্মতিতেই ছবি সরানো হয়েছে বলে জানান ঘটনাস্থলে উপস্থিত ঢাবি ছাত্র শিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক মাজহারুল ইসলাম।
সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে শিবিরের সম্মতিক্রমেই ছবিগুলো সরানো হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা চাই না।
এর আগে উক্ত চিত্র প্রদর্শনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। বামপন্থী নেতাকর্মীরা ব্যাপক আপত্তি জানাতে থাকেন বিষয়টি নিয়ে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বেশ কিছু নেতাকর্মীও ছবিগুলো সরিয়ে ফেলার জন্য শিবিরের কাছে অনুরোধ করে।