
অনলাইন ডেস্কঃ
আগামী ১৪ আগস্ট থেকে শুরু হচ্ছে হজ ও ওমরাহ মেলা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আয়োজনে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। দর্শনার্থীদের জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।
হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, মেলায় সরকারি অনুমোদিত প্রায় ৮০ শতাংশ হজ এজেন্সির প্রতিনিধিরা থাকবেন। দর্শনার্থীরা চাইলে সেখানে সরাসরি হজ ও ওমরাহ প্যাকেজ সম্পর্কে জানতে, মূল্য তুলনা করতে এবং পছন্দমতো এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন। দালাল বা মধ্যস্বত্বভোগীর ঝামেলা ছাড়াই।
তিনি বলেন, কোনো এজেন্সি যদি তাদের প্রতিশ্রুতি না রাখে, হাব ও ধর্ম মন্ত্রণালয় মিলে কঠোর ব্যবস্থা নেব— প্রয়োজনে লাইসেন্স বাতিলও করা হবে।
হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, প্রতিবছরই লাইসেন্সবিহীন চক্র সাধারণ মানুষকে প্রভাবিত করে প্রতারণা করে। এবার সেই প্রবণতা বন্ধ করতে জাতীয় পর্যায়ে এ মেলার আয়োজন করা হয়েছে।
হাব সহসভাপতি শামীম সাঈদী বলেন, বিগত বছরগুলোতে দেখা গেছে, অনেকে হজ ক্যাম্পে গিয়েও টিকিট না পেয়ে ফেরত এসেছেন। আবার অনেকেই প্রতারিত হয়েছেন ভুল এজেন্সি বেছে নেওয়ার কারণে। এই মেলা সেই ভুলের পুনরাবৃত্তি ঠেকানোর একটি প্রয়াস।
শামীম সাঈদী বলেন, এখানে সরকার অনুমোদিত এজেন্সিগুলো থাকবে। বিশেষ করে অনেক আলেম-ওলামা থাকবেন, আপনাদের যত প্রশ্ন আছে, জানতে পারবেন। হজে পালনে কোন উড়োজাহাজে যাবেন, কত দিন থাকবেন- সব কিছু জেনে পছন্দমতো এজেন্সির সঙ্গে চুক্তি করতে পারবেন। প্রতারণায় শিকার হওয়ার কোনো ঝুঁকি নেই।