
অনলাইন ডেস্কঃ
দেশের কোথাও অরাজকতা হলেই সেখানে বিএনপির নাম জড়াচ্ছে একটি পক্ষ। এভাবেই তারা বিএনপিকে আসামীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে গণঅভ্যুত্থানের এক বছর উপলক্ষ্যে আয়োজিত বিজয় সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় এলে গণঅভ্যুত্থানে শহীদদের যেমন ন্যায্য মর্যাদা দেবে, তেমনি আহতদের জন্য যথাযথ ব্যবস্থা নেবে। এ সময় ভারতের প্ররোচনায় দেশে নির্বাচন না হওয়ার ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ভারতের সাথে ষড়যন্ত্রে যোগ দিয়েছে দেশের কিছু রাজনৈতিক দল। তারা সুযোগ খুঁজতে ব্যস্ত কিন্তু জনগণ নির্বাচিত সরকার চায়। নির্বাচন আর বিচারকাজ একসাথে চলতে পারে। এ সময় অন্তর্বর্তী সরকারের সবাই সৎ নয় বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা।