
অনলাইন ডেস্কঃ
খুলনার ডুমুরিয়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে হাতিপোতা ডাঙ্গী এলাকার একটি বাগান থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। তবে লুঙ্গি ও শার্ট দেখে স্থানীয় রেজাউল সরদার ধারণা করছেন, তার ছেলে ইসমাইল হত্যার শিকার হয়েছে।
জানা যায়, ১ আগস্ট চুকনগর বাজারের রেজাউল সরদারের ছেলে ইসমাইল সরদার (১৮) ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়ি ফেরেনি। পরদিন ২ আগস্ট ডুমুরিয়া থানায় ইসমাইলের ভাই ইব্রাহিম সরদার একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ৬৩। তখন ইসমাইলের পরনে ছিল সাদা লুঙ্গি ও নীল-সাদা শার্ট। আজ রবিবার রাতে উদ্ধারকৃত খণ্ডিত লাশের পাশে সেই পোশাক দেখে তার বাবা রেজাউল সরদারের ধারণা, ইসমাইল হত্যার শিকার হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ রানা জানান, ইসমাইল নিখোঁজ হওয়ার পর থেকে সারাদেশে ম্যাসেজ দেওয়া হয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। রবিবার রাত ৯টার দিকে খণ্ডিত লাশের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। সেখান থেকে মাথার খুলি, হাঁটুর নিচের পায়ের হাড়ের একটি অংশসহ শরীরের কয়েকটি অঙ্গ উদ্ধার করা হয়।
তিনি জানান, সিআইডির এক্সপার্টদের একটি টিম সুরতহাল রিপোর্ট তৈরি করবেন। ডিএনএ টেস্ট ছাড়া সঠিক কিছু বলা সম্ভব নয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সুরতহাল তৈরির প্রক্রিয়া চলছিল।