
অনলাইন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদে ভারতে বয়কটের মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস ও কোকা-কোলা থেকে শুরু করে অ্যামাজন ও অ্যাপলের মতো যুক্তরাষ্ট্র-ভিত্তিক বহুজাতিক বিভিন্ন কোম্পানি। মার্কিন পণ্য বর্জনের ঢাক ক্রমেই শক্তিশালী হচ্ছে দেশটিতে।
ভারতের ব্যবসায়ীদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকরা যুক্তরাষ্ট্রের শুল্কের প্রতিবাদে মার্কিন বিরোধী এই মনোভাবে উসকানি দিচ্ছেন। এতে উদ্বেগে পড়েছেন রপ্তানিকারকরা।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকে সামাজিক গমাধ্যম ও অফলাইনে দেশীয় পণ্য কেনা ও মার্কিন পণ্য বর্জনের ডাক জোরদার হচ্ছে। প্রতিদিনই এই ডাক দেশটির বিভিন্ প্রান্তে ছড়িয়ে পড়ছে।
এরআগে, রোববার বেঙ্গালুরুতে এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের ‘আত্মনির্ভর’ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভারতীয় প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্ববাজারের জন্য পণ্য তৈরি করে। বর্তমানে ভারতের প্রয়োজনকে আরও অগ্রাধিকার দেয়ার সময় এসেছে।
দিল্লি-ওয়াশিংটনের সম্পর্কে শীতলতা সৃষ্টি হওয়া ছাড়া এখন পর্যন্ত বিক্রিতে মারাত্মক ধসের আলামত দেখা না গেলেও, মার্কিন পণ্য বয়কট এবং দেশি পণ্যর পক্ষে অনলাইন-অফলাইনে চলছে ব্যাপক প্রচারণা। স্থানীয় পণ্য কেনার আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন প্লাটফর্মে আর এই আওয়াজ সময়ের সঙ্গে সঙ্গে জোরদার হচ্ছে।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে ভোক্তা শ্রেণির একটি বড় অংশ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পণ্য ব্যবহারে আগ্রহী, কেননা তারা এটিকে জীবনে উন্নতির প্রতীক হিসেবে বিবেচনা করে। এই সুযোগে সেখানে বাজার সম্প্রসারণে আটঘাট বেধেই মাঠে নেমেছিল মার্কিন ব্র্যান্ডগুলো।
যেমন, ভারতে রয়েছে হোয়াটস্যাপের সবচেয়ে বেশি ব্যবহারকারী। অন্য যে কোনও ব্র্যান্ডের চেয়ে সেখানে ডোমিনোসের সবচেয়ে বেশি শাখা চালু হয়েছে। বিভিন্ন দোকানে কোকাকোলা ও পেপসির মতো পানীয়ের চাহিদা সবচেয়ে বেশি। আর অ্যাপলের নতুন আউটলেট চালু হলে বা স্টারবাকস কোনও ডিসকাউন্ট দিলে মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়ে।
মোদীর ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পর্কিত স্বদেশি জাগরণ মঞ্চ মার্কিন পণ্য বর্জনের আহ্বান জানিয়ে রোববার ভারতজুড়ে ছোট ছোট জনসভা করেছে। গোষ্ঠীটির সহ-আহ্ববায়ক অশ্বনী মহাজন রয়টার্সকে বলেন, মানুষ এখন শতভাগ দেশীয় পণ্যের দিকে তাকাচ্ছে। এটি ফলপ্রসূ হতে কিছু সময় লাগবে।
ভারতের ওয়াও স্কিন সায়েন্সের সহপ্রতিষ্ঠাতা মনিষ চৌধুরি লিঙ্কডইনে দেওয়া এক ভিডিও বার্তায় ‘মেইড ইন ইন্ডিয়া’কে একটি ‘বৈশ্বিক অবসেশনে’ পরিণত করার জন্য কৃষকদের ও স্টার্টআপগুলোর প্রতি সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে তিনি দক্ষিণ কোরিয়ার থেকে শিক্ষা নিতে বলেছেন যাদের খাবার ও প্রসাধন পণ্যগুলো বিশ্বজুড়ে খ্যাতি কুড়িয়েছে।