
অনলাইন ডেস্কঃ
তৃতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসে জুলাই জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে আরও এক মাস মেয়াদ বাড়ানো হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের।
কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার (১১ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ছয় সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়ে গত ১২ ফেব্রুয়ারি ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করে সরকার।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে কমিশনের সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজকে সহ-সভাপতি করা হয়।
এ বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করা এ কমিশনের মেয়াদ ঠিক করা হয় ছয় মাস, অর্থাৎ ১৫ অগস্ট পর্যন্ত। ইতোমধ্যে প্রথম পর্বের সংলাপে ১৬৬টি প্রস্তাবের মধ্যে ৬২টি বিষয়ে এবং দ্বিতীয় পর্বে গুরুত্বপূর্ণ ২০টি সাংবিধানিক বিষয়ে নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে। এরইমধ্যে সনদ বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তি নির্ধারণে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছে কমিশন।