
অনলাইন ডেস্কঃ
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি আগের তুলনায় স্থিতিশীল। তবে অনেকের আশা পূরণ করা যায়নি।
মঙ্গলবার (১২ আগস্ট) সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নেয়া হতো। এখন তা বন্ধ করা হয়েছে। তবে যেসব প্রকল্প অগ্রসর হয়েছিলো, তা অব্যাহত রাখা হয়েছে। এ সময় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ক্ষেত্রে সরকার অনেক বাস্তববাদী বলেও মন্তব্য করেন তিনি।
অর্থ উপদেষ্টা আরও বলেন, বাজেটে সব পক্ষই সুযোগ-সুবিধা চায়। কিন্তু কেউ কোনও কর দিতে চায় না। নন রেভিনিউ ট্যাক্স আদায়ও জোরদার করতে হবে। এ সময় রাজস্ব আদায় বাড়ানোর তাগিদও দেন তিনি।
শেয়ারবাজার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মত পুঁজিবাজার আর কোথাও নেই। ফ্লোর প্রাইজ ধরে দিয়ে শেয়ারের দাম বাড়ানো-কমানো কোনো কাজে আসে না।