
অনলাইন ডেস্কঃ
সব কিছুর দাম স্থিতিশীল থাকলেও শুধু চালের কারণে জুলাই মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপকরণ হিসেবে আমদানিকে ব্যবহার করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কৃষিঋণ নীতিমালা ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
গভর্নর বলেন, চলতি অর্থবছরে কৃষিতে ৩৯ হাজার কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা গত বছরের তুলনায় ২ দশমিক ৬৩ শতাংশ বেশি। তবে এর পরিধি আরও বাড়ানো দরকার।
কৃষি ঋণ আদায় প্রসঙ্গে তিনি বলেন, কৃষি ঋণ আদায় নীতিতে পরিবর্তন আনতে হবে। ঋণ পরিশোধে কমপক্ষে ৬ মাস সময় দেয়া দরকার। এ সময় সুদহারে ভর্তুকির চেয়ে সময়মতো ঋণ পাওয়া কৃষকের জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।