
অনলাইন ডেস্কঃ
রাজধানীর বনানীর একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডে ‘৩৬০ ডিগ্রি’ নামের সিসা বারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন নামে এক যুবক রাব্বিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকারীরা রাব্বির পূর্বপরিচিত এবং তারা নিয়মিত এই সিসা বারে যেতেন বলেও ধারণা পুলিশের।
গুরুতর আহত অবস্থায় রাব্বিকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি মহাখালী হাজারী বাড়ির বাসিন্দা ছিলেন।
ঘটনার পর বনানী থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।