
অনলাইন ডেস্কঃ
সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি বলেছেন, জলাবদ্ধতা নিরসনের পর বিলডাকাতিয়ার উন্মুক্ত স্থানে সোলার শক্তি ইনস্টলেশনের পরিকল্পনা চলছে। ইতিমধ্যে চীন থেকে একটি বিশেষজ্ঞ দল বিষয়টির ওপর সমীক্ষা শুরু করেছে। এই সৌর গ্রিড থেকে ৫০০ থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। সৌর প্যানেল থেকে উৎপাদিত ডাইরেক্ট কারেন্ট (ডিসি) বিদ্যুৎকে অল্টারনেটিং কারেন্টে (এসি) রূপান্তর করা হবে এবং এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে (পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক) সংযুক্ত করা হবে। পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়িত হলে বিলডাকাতিয়াসহ আশপাশের এলাকায় টেকসই ও পরিবেশবান্ধব শক্তি ব্যবস্থা গড়ে উঠবে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে ডুমুরিয়া কেন্দ্রীয় কালিবাড়ি ও মঠে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় কালিবাড়ি ও মঠ কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলি আসগর লবি আরও বলেন, “বাংলাদেশে সব জাতি সমান অধিকার নিয়ে বসবাস করবে। এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে সামিল হবো।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে আমাকে বিজয়ী করলে ডুমুরিয়ায় দৃষ্টিনন্দন একটি মন্দির নির্মাণ করে দেব।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ, হিন্দু কল্যাণ ট্রাস্টের খুলনার ট্রাস্টি সত্যানন্দ দত্ত, খুলনার ঐক্যফ্রন্টের সভাপতি ব্রজেন ঢালী, খুলনা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিত্যানন্দ মণ্ডল, কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব দীপক সরদার, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সরোজিত ঘোষ দেবেন ও জাসাস নেত্রী কণ্ঠশিল্পী রুকসার রহমান।
শিক্ষক রঞ্জন জোদ্দারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা অরুণ গোলদার, পরিতোষ বালা, তপন সাহা, পরিমল কুণ্ডু, সৌমেন্দ্র প্রসাদ কুণ্ডু টুটুল, প্রদীপ দেবনাথ, অভিজিৎ কুণ্ডু টুটুল প্রমুখ।
আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয় কালিবাড়ি থেকে বাজারের গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিকালে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।