
স্পোর্টস ডেস্কঃ
দাপুটে জয় দিয়েই মৌসুম শুরু বার্সেলোনার। মায়ার্কোর মাঠে তাদেরকেই ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। প্রতাশিত জয় দিয়েই লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল বার্সেলোনা।
ম্যাচের শুরু থেকেই মায়ার্কোর ওপর ছড়ি ঘোরাতে থাকে কাতালানরা। যার ফল পেয়ে যায় ম্যাচের ৭ মিনিটেই। রাফিনিয়ার গোলে লিডে যায় বার্সা।
ম্যাচের ২১তম মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন ভেদাত মুরিচি। পরের মিনিটে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। স্বাগতিক খেলোয়াড়রা বল ক্লিয়ার করতে না পারায় ডি-বক্সের বাইরে পেয়ে যান তরেস।
ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ৩৩ ও ৩৯ মিনিটে মোর্লানেস ও মুরিচির লাল কার্ডে বড় ধাক্কা খায় মায়োর্কা। এরপর রক্ষণে অনেক বেশি মনোযোগী হয়ে পড়ে দলটি।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে থেকে মায়োর্কার রক্ষণে প্রবল চাপ তৈরি করে বার্সেলোনা। একের পর এক আক্রমণে কোনঠাসা মায়ার্কো। শেষ পর্যন্ত ম্যাচের শেষ দিকে ইয়ামালের গোলে জয় নিয়ে মাঠ ছারে কাতালানরা।