
অনলাইন ডেস্কঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি থেকে পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল মুনায়েম এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে- কতিপয় দুষ্কৃতকারী ৭, ৮ ও ৯ আগস্ট জাফলং গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে জাফলং জিরো পয়েন্ট থেকে টানা তিন দিনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট করেছে; যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।
তদন্ত সাপেক্ষে শনাক্ত করে পাথর লুটে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন থানার ওসি সরকার মো. তোফায়েল আহমদ। তিনি জানান, গত বছরের ৫ আগস্টের পরে যারা পাথর লুট করেছিল তাদের বিরুদ্ধে আগেই মামলা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে জাফলং-এর ১ হাজার ৪ শত ৯৩ বর্গকিলোমিটার এলাকাকে পরিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকা হিসেবে ঘোষণা করে তৎকালীন সরকার। এরপরেও সরকারি আইন অমান্য করে দীর্ঘদিন যাবত অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে একটি অসাধু চক্র।