
নিজস্ব প্রতিবেদক:
ছাত্রদলের সাবেক কিংবদন্তী নেতা, খুলনা- ১ আসনের ধানের শীষের কান্ডারি জিয়াউর রহমান পাপুল বলেছেন, তারেক রহমানের ৩১ দফার মধ্যেই জনগনের মুক্তি রয়েছে। ৩১ দফার আলোকেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাবেক ছাত্রনেতা পাপুল বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে একমাত্র বিএনপিই এই জাতিকে মুক্তির পথ দেখাতে পারে। সাবেক ছাত্রনেতা পাপুল আজ দুপুরে ও বিকেলে খুলনা- ১ আসনে নিজ নির্বাচনি এলাকা বটিয়াঘাটার রায়পুর- সুরখালি বাজারে একাধিক পথসভায় এসব কথা বলেন।
এ সময়ে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ সুলতান মাহমুদ, থানা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামিম, আনোয়ার হোসেন আনু, শেখ এনানুল, হাফিজুর রহমান, জেলা ছাত্রদলের নেতা মাসুম বিল্লাহ, থানা যুবদলের আজমল হোসেন লিটন, ছাত্রদল নেতা শাকিল হোসাইন, সাইফুল ইসলাম, আব্দুল আলিজ, আলমগীর হোসেন, আবুল কাশেম, আসমাউল হক, রবিউল ইসলাম, আব্দুল হক, মোহাম্মাদ জুয়েল, মুসা প্রমুখ। এর আগে জিয়াউর রহমান পাপুল বারোয়াড়ি বাজার, সুরখানি ও রায়পুরে জনসংযোগ ও লিফলেট বিতরন করেন।