
অনলাইন ডেস্কঃ
বাংলাদেশের কমিউনিস্ট পার্ট- সিপিবি’র খুলনা জেলা সম্মেলন আগামী ২৮-২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেল ৪টায় শহীদ হাদিস পার্কে সম্মেলনে উদ্বোধনী পর্ব। প্রধান অতিথি থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স।
দলের সূত্র জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে ১ হাজার ৫০০ কর্মী সমর্থক উপস্থিত থাকবেন। উদ্বোধন শেষে প্রেসক্লাব অভিমুখে লাল পতাকা মিছিল। এখানেই অনুষ্ঠিত হবে কাউন্সিলর অধীবেশন।
দ্বিতীয় দিন শুক্রবারে ৪৫৬ জন ডেলিগেট নেতৃত্ব নির্বাচন করবেন। জেলা শাখার সভাপতি পদে নতুন মুখ ডা. ফরিদুজ্জামান। একই পদপ্রত্যাশী বর্তমান সভাপতি ডা. মনোজ কুমার মন্ডল। নয়া নেতৃত্ব নিয়ে ইতোমধ্যেই প্রতিযোগিতা শুরু হয়েছে।