
অনলাইন ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কারে ভূষিত করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
রোববার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
বরকত উল্লাহ বুলু বলেন, এদেশের নারীদের শিক্ষা, উপবৃত্তি এবং অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়া যে অসামান্য ভূমিকা রেখেছেন, তার জন্য তিনি নোবেল পুরস্কারের দাবিদার।
তিনি আরও বলেন, যারা একাত্তরের মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মানতে চায় না, কিংবা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অস্বীকার করে—তাদের এই বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নেই, রাজনীতি করারও অধিকার নেই।
বরকত উল্লাহ বুলু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো হাইব্রিড যেন বিএনপির নেতৃত্বে আসতে না পারে, সে ব্যাপারে তৃণমূলকে সজাগ থাকতে হবে।
সম্মেলনের উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম এবং যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।
উপজেলা বিএনপির আহ্বায়ক এ টি এম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী কবির হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএনপির সদস্য এডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, জেলা বিএনপির নেতা মোস্তফা জামান, নজরুল ইসলাম স্বপন, মুজাহিদ চৌধুরী, নারী নেত্রী সাকিনা বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুবদল আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস বুড়িচং উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন এ টি এম মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. কবির হোসেন।