
অনলাইন ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য করতে তার বাসভবনে গিয়েছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার।
আজ রোববার (২৪ই আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে তিনি রাজধানীর গুলশান-২ এ অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় প্রবেশ করেন। মূলত বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতেই এই আকস্মিক সাক্ষাৎ বলে জানা গেছে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর আগমনের কিছুক্ষণ আগেই সন্ধ্যা সোয়া ৬টার দিকে ‘ফিরোজা’য় উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। ধারণা করা হচ্ছে, তারা এই বৈঠকে অংশগ্রহণ করবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতেই পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার বাসায় এসেছেন।”
এর আগে, শনিবার (২৩ই আগস্ট) দুপুর আড়াইটার পর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সফরের অংশ হিসেবে খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে।