
অনলাইন ডেস্কঃ
ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার বিরার শহরে একটি আবাসিক ভবন ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাত ১২টার কিছু পরেই ‘রামাবাই অ্যাপার্টমেন্ট’ নামের ভবনটির একাংশ ভেঙে পড়ে পাশের খালি চাউলঘরের ওপর।
দেশটির গণমাধ্যম ইটিভি ভারতের খবর অনুযায়ী, চতুর্থ তলায় এক বছরের এক শিশুর জন্মদিনের অনুষ্ঠান চলছিল। ওই সময় ভবনের একটি অংশে থাকা ১২টি ফ্ল্যাট ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে বাসিন্দা ও অতিথিরা। শিশুটিও শেষ পর্যন্ত বাঁচতে পারেনি।
পালঘর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্ধারকাজে অংশ নিয়েছে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ), দমকল কর্মী ও পুলিশ সদস্যরা।
আজ বৃহস্পতিবারও (২৮ আগস্ট) টানা ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।
অভিযোগ উঠেছে, অনুমোদনহীনভাবে ওই বহুতল ভবন নির্মাণ করা হয়েছিল। ধসে পড়া ভবনের গুণগত মান নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল।