
অনলাইন ডেস্কঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শুক্রবার (২৯ আগস্ট) নির্বাচন কমিশনের সদস্য সচিব রাশিদুল আলম প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
তিনি জানান, ১৭৯ জন প্রার্থীর মধ্যে ভিপি পদে ১০ জন ও জিএস পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাছাড়া, ৮৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে এবং ৬ জন দুই পদে মনোনয়ন চাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সব মিলিয়ে মোট ৯২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তবে ভিপি ও জিএস পদ ছাড়া বাকি পদগুলোতে কতজন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও জানা যায়নি।
গতকাল বৃহস্পতিবার জাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হয়। এর একদিন পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করলো কমিশন।
প্রসঙ্গত, আগামী ১১ সেপ্টেম্বর হবে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে।