
অনলাইন ডেস্কঃ
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীর বাংলাদেশ গঠনের মূল চালিকাশক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।
রবিবার (৩১ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে নগর ছাত্রদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুহিন আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা ছাত্রদল শিক্ষার প্রসার, মেধা বিকাশ এবং বৈষম্যহীন সমাজ গঠনের পক্ষে প্রতিষ্ঠাকাল থেকে কাজ করে আসছে। আগামীতেও ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে লালিত এই সংগঠন বিশ্বাস করে, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক। যেখানে শিক্ষার্থীরা শুধু রাজনীতির অংশীদারই নয়, জাতির অগ্রগতির অগ্রদূত হিসেবে ভূমিকা রাখবে। শিক্ষা খাতে সমান সুযোগ নিশ্চিত করা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তোলা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই হবে ছাত্রদলের প্রধান লক্ষ্য। আজকের ছাত্রই আগামী দিনের রাষ্ট্রনায়ক। তাই ছাত্রদল আগামীর বাংলাদেশকে গণতন্ত্র, ন্যায় ও সমতার ভিত্তিতে গড়ে তুলতে বদ্ধপরিকর।
সভায় বিশেষ অতিথি ছিলেন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, মো: মাসুদ পারভেজ বাবু, নগর যুবদলের আব্দুল আজিজ সুমন, ছাত্রদল নেতা আরিফুর রহমান আরিফ, সৈয়দ ইমরান, মো: রকিবুল ইসলাম সাজিদ, শেখ আমজাদ হোসেন আবিদ, মো: শাকিল আহমেদ, মে: মাসুম বিল্লাহ, মিজানুর রহমান মৃদল, হাবিবুর রহমান বিপ্লব, মিরাজ হোসেন মানিক, আব্দুস সালাম, মো: মারজান হোসেন, মো: সাব্বির হোসেন, মাহাফুজ আহাম্মেদ আদনান, আবুল মান্নান, মো: মুন্না, এনামুল হক মল্লিক, মো: আরিফ মোল্ল্যা তুর্য, মো: আরিফুল প্রমুখ।