
অনলাইন ডেস্ক:
আজ ০১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এইদিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দলটির যাত্রা শুরু হয়। নানা চড়াই-উৎরাই পেরিয়ে বিএনপি এখন দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর উন্নয়ন-উৎপাদনের আধুনিক রাজনীতিকে মূলপ্রতিপাদ্য করে ১৯ দফা কর্মসূচির আলোকে যাত্রা শুরু করে দলটি। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০শে মে শহীদ হন। এরপর সময়ের পরিক্রমায় দলটির হাল ধরেন জিয়াউর রহমান পত্নী বেগম খালেদা জিয়া। তার বলিষ্ঠ নেতৃত্বে ৩ বার ক্ষমতায় আসে দলটি। ৩ বারই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বইছে উৎসবের আমেজ। দলটির জেলা ও মহানগর ইউনিটসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে। শহরজুড়ে সাঁজ সাঁজ রব, নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দলীয় নেতাকর্মীরা বলছেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও স্বাধীন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লড়াইয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী সেই আন্দোলনেরই এক গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে ৬দিনের কর্মসুচি গ্রহন করা হয়েছে।
কর্মসুচির মধ্যে রয়েছে আজ ১লা সেপ্টেম্বর সোমবার: মহানগর ও জেলা বিএনপি ও অন্তর্গত সকল স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। মহানগর বিএনপি মহানগর অন্তর্গত থানা, ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপির সকল দলীয় কার্যালয় আলোকসজ্জা। সকল স্থানীয় সংবাদ মাধ্যমে বিশেষ ক্রোড় পত্র প্রকাশ। খুলনা মহানগর বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি এম নুরুল ইসলাম দাদুভাই এর টুটপাড়াস্থ কবর জিয়ারত ও পরলোক গমনকারী সকল দলীয় নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া দুপুর ১২টায় দলীয় কার্যালয়। বিকাল ৩টায় জিয়া হল চত্বর (শিববাড়ী মোড়) সমাবেশ। সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি বিকাল ৫টায় জিয়া হল চত্বর থেকে শুরু হয়ে কেডিএ এভিনিউ হয়ে রয়্যল চত্ত্বরে গিয়ে শেষ হবে। সমাবেশ ও র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রধান অতিথি থাকবেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিশেষ অতিথি থাকবেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। সভাপতিত্বে করবেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, এড. মোমরেজুল ইসলাম প্রমূখ। দ্বিতীয় দিন ২রা সেপ্টেম্বর মঙ্গলবার: শহীদ হাদিস পার্ক, খালিশপুর ঝিলপুকুরসহ নগরের গুরুত্বপূর্ণ সড়ক দ্বীপগুলোতে বৃক্ষ রোপন ও শহীদ হাদিস পার্ক ও ঝিলপুকুরে সকাল সাড়ে ১০টায় মংস অবমুক্তকরণ। তৃতীয়দিন ৩ সেপ্টেম্বর বুধবার: মহানগরীর অন্তর্গত পাঁচটি থানা বিএনপির উদ্যোগে সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প। চতুর্থদিন ৪ঠা সেপ্টেম্বর (বৃহস্পতিবার): জিয়াহল চত্ত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৪ টায়, স্থান: জিয়া হল চত্বর। পঞ্চম দিন ৫ সেপ্টেম্বর (শুক্রবার): পবিত্র ঈদে মিলাদুন্নবি উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল, দলীয় কার্যালয় বেলা ১১ টায়। ৬ষ্ঠদিন ০৭ সেপ্টেম্বর ( রবিবার): ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা খুলনা প্রেসক্লাব মিলনয়াতনে বিকাল ৩টায়। উল্লেখ কর্মসুচি সফল করতে ৬টি উপ কমিটি গঠন করা হয়েছে। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেন, এই দিনে আমরা আমাদের শহীদ নেতাদের স্মরণ করি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নব উদ্যমে এগিয়ে যাওয়ার শপথ নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করতে বদ্ধপরিকর। বিএনপির মূল লক্ষ্য হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যেতে আহ্বান জানান তিনি। আর খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, এই দিনটি শুধু একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী নয় বরং গণতন্ত্রের পুনর্জন্মের অঙ্গীকারের দিন। আওয়ামী ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা যে লড়াই চালিয়ে যাচ্ছি, তাতে এদেশের আপামর জনগণ আজ আমাদের পাশে আছে। মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন জানান, খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি হয়ে উঠেছে দলটির জন্য নতুন করে সংগঠিত হবার এবং জনগণের মাঝে বার্তা পৌঁছে দেয়ার একটি বড় সুযোগ।