
অনলাইন ডেস্কঃ
পটুয়াখালীতে ৩ কেজি গাজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী তানিয়া বেগম ও তানজিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুমকী উপজেলার মহাসড়ক থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন পটুয়াখালীর ডিবি ওসি মো. জসিম উদ্দিন।
গ্রেফতারকৃত তানিয়া দুমকী উপজেলার মুরাদিয়া এলাকার মো. শাহজাহান হাওলাদারের মেয়ে। আর তানজিলা একই এলাকার মো. রফিক হাওলাদারের মেয়ে। এর আগে, গতকাল রাতে পটুয়াখালীর চিহ্নিত মাদক সম্রাট শাহ আলমকে ৩ কেজি গাজাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
ওসি মো. জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে লঞ্চযোগে পটুয়াখালীর বগা লঞ্চঘাট নেমে দুমকীর দিকে আসছিল ওই দুই নারী ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই তাদেরকে ফলো করা হচ্ছিল। এক পর্যায়ে দুমকী উপজেলার ব্র্যাক অফিসের সামনে আসলে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ কেজি গাজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।