
অনলাইন ডেস্কঃ
জুলাই আন্দোলনের সময় গুলশানে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম গত ২৪ আগস্ট সিদ্দিকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির দিন আসামিকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তবে আসামির আইনজীবী এসএম শরীফুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি সিদ্দিক অত্যন্ত সুকৌশলে ঘটনাস্থলে উপস্থিত থেকে অর্থের জোগান দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে ঘটনাটি ঘটান। এজাহারনামীয় ২২৩নং আসামি হিসেবে তার নেতৃত্বেই এ হামলা সংগঠিত হয় বলে দাবি তদন্তকারীর। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ ও অস্ত্র উদ্ধার জরুরি বলে উল্লেখ করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৯ জুলাই দুপুরে জুমার নামাজের পর গুলশানের সুবাস্তু নগরভ্যালির সামনে আন্দোলনে যোগ দেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী। এসময় আসামিদের গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের বাবা মো. সবুজ ২ জুলাই গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায়ও সিদ্দিকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
অন্যদিকে একই দিনে আদালত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার, ডাকসুর ভিপি প্রার্থী জালাল আহমদের জামিন নামঞ্জুর এবং শাওন হত্যা মামলায় সাবেক এমপি হাজী সেলিম ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।