
অনলাইন ডেস্কঃ
রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ব্যক্তিগত গাড়ি, হ্যান্ডকাফ, ওয়াকিটকি এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।
পুলিশ জানায়, সম্প্রতি শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি পরিচয়ে সংঘবদ্ধ একটি চক্র ডাকাতি চালাচ্ছিল। এ নিয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর পুলিশ চক্রটিকে ধরতে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা নতুন করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল। তারা সাধারণত টার্গেট করা ব্যক্তিদের অনুসরণ করত এবং সুবিধাজনক স্থানে ডিবি পরিচয়ে তাদের গাড়িতে তুলে সর্বস্ব লুটে নিত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।