
অনলাইন ডেস্কঃ
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- প্রধান আসামি স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বেলাল তালুকদার এবং বাপ্পী। এর আগে গত বৃহস্পতিবার পারভেজ ও জয়নাল নামের দুজনকে গ্রেপ্তার হয়। এ নিয়ে ওই ঘটনায় মোট চারজন গ্রেপ্তার হলেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সোহাগ পরিবহনের মালিক মো. ফারুক তালুকদার বলেন, বুধবার রাতে ঢাকার বাইরে থেকে সোহাগ পরিবহনের একটি গাড়ি মালিবাগ রেলগেটের কাছে সোহাগ পরিবহনের কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। তখন যাত্রীরা বাস থেকে নামছিলেন। যাত্রীদের নামার পথে দুই ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের প্রতিষ্ঠানের তিনজন কর্মী তাঁদের সরে গিয়ে ধূমপান করতে বলেন। এতে তারা ক্ষুব্ধ হন। একপর্যায়ে ধূমপায়ী এক ব্যক্তিকে ফোন করতে দেখা যায়। এর কয়েক মিনিটের মধ্যে চাপাতি, কিরিচ, ছুরি, রড ও লাঠিসোঁটা নিয়ে অন্তত ৫০ জন দুর্বৃত্ত এসে সোহাগ পরিবহনের কার্যালয় ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান। হামলাকারীরা তার ভাই আলী হাসান তালুকদারসহ কয়েকজনকে কুপিয়ে আহত করেন। রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও সভাপতি বিল্লাল হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
সোহাগ পরিবহনের কর্মীদের কুপিয়ে আহত করা ও কার্যালয় ভাঙচুর করার ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে সোহাগ গ্রুপের নিরাপত্তা কর্মকর্তা দেওয়ান মো. আল আমিন বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। মামলায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বেলাল তালুকদারসহ ১৮ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ১৮-২০ জনকে আসামি করা হয়েছে।