
অনলাইন ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ফোন করে ডাকসু নির্বাচনে ছাত্রদলের এক প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত হওয়া ছাত্রদল নেতার নাম ইমতিয়াজ আলী সুজন। তিনি খুলনার পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো সাংগঠনিক নির্দেশনা না থাকা সত্ত্বেও ডাকসু নির্বাচনের ভোটারদের কাছে অযাচিতভাবে ভোট চেয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পূর্ব রুপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
প্রসঙ্গত, গতকাল শনিবার ভাইরাল হওয়া একটি ভিডিওতেদেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর বাড়ি গিয়ে ওই শিক্ষার্থীকে ফোন দেন ইমতিয়াজ আলী সুজন। ফোনে নিজের পরিচয় দিয়ে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের কথা বলেন তিনি। এরপর ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের কথা ওই শিক্ষার্থীকে বলেন সুজন।