
অনলাইন ডেস্কঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা মোতাবেক ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায় জন (আ ফ ম কামালউদ্দিন হল) ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হয়েছে। ফলে ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হলো।
জাকসুর গঠনতন্ত্রের ৪ ধারায় রয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত ও বৈধ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-সংসদের সদস্য বলে গণ্য হবেন। কেবল তারাই ভোটার বলে বিবেচিত হবেন এবং শিক্ষার্থী সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। শর্ত হলো, বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী স্নাতক (সম্মান) শ্রেণিতে ৬ (৪+২) বছর এবং/অথবা স্নাতকোত্তর শ্রেণিতে ২ (১+১) বছর ধরে অধ্যয়ন করছেন তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
তবে ফার্মেসি বিভাগের স্নাতক (সম্মান) কোর্সের মেয়াদ ৫ বছর হওয়ায় শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) শ্রেণিতে (৫+২) ৭ বছর যাবৎ এবং চারুকলা বিভাগে স্নাতকোত্তর শ্রেণির মেয়াদ ১.৫ বছর হওয়ায় তাদের (২+১) ৩ বছর যাবৎ অধ্যয়নের অনুমতি রয়েছে। সে কারণে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) শ্রেণিতে ৭ বছর এবং চারুকলা বিভাগের শিক্ষার্থীরা স্নাতকোত্তর শ্রেণিতে ৩ বছর মেয়াদ পাবে।